মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আধা ঘন্টার ব্যবধানে দুই ধাপে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় দুই রিকশাচালক সাগর (২০) ও নবীন (৪৫) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) রাত দশটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার অদম্য–৭১ স্মৃতিস্তম্ভের সামনে প্রথমে দুই ককটেল বিস্ফোরণ ঘটে। এর আধাঘন্টা পর রাত সাড়ে দশটায় মানিকগঞ্জ পৌরসভা মার্কেটের সামনে আরো একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে আহতরা হলেন– সদর উপজেলার বান্দুটিয়া এলাকার মো. শাজাহানের ছেলে সাগর এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার মৃত আজগর আলীর ছেলে নবীন মিয়া। আহত নবীন বেউথা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম এন্ড অবস) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়– দুষ্কৃতিকারীরা স্বহিংসতা ছড়াতে এ ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর