আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে। মামলায় সহ আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
রায়ের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শোকর আলহামদুলিল্লাহ।”
মামলায় পাঁচটি অভিযোগ ছিল, যার মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, এবং কয়েকটি হত্যাকাণ্ড। ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
রায়ের আগে ও পরে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা মোতায়েন রয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আইনভঙ্গ করলে গুলির ব্যবস্থাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর