মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়কে “পক্ষপাতমূলক ও রাজনৈতিক প্রভাবিত” হিসেবে আখ্যায়িত করেছেন। রায় ঘোষণার পর ভারত থেকে তিনি একটি পাঁচ পাতার বিবৃতিতে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য তার দল, আওয়ামী লীগকে রাজনৈতিক বল হিসেবে অকার্যকর করা। খবর বিবিসির।
শেখ হাসিনা বলেন, “আমি এই মামলাটিকে আগে থেকেই একটি ‘নকল’ বিচার বা farce হিসেবে দেখেছি এবং সব অভিযোগ অস্বীকার করেছি।” তিনি আরও বলেন, “আমি ভয় পাইনি যে সঠিক আদালতে, যেখানে প্রমাণগুলো যথাযথভাবে বিচার করা হবে, আমার বিরুদ্ধে অভিযোগ মোকাবিলা করতে হবে।”
তিনি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে এই মামলাগুলো হেগে‑তে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) তোলা হোক, যাতে প্রমাণ এবং সাক্ষ্য যথাযথভাবে যাচাই করা যায়।
শেখ হাসিনা তার সরকারের মানবাধিকার রেকর্ড এবং উন্নয়নের বিষয়ে গর্ব প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন, তার নেতৃত্বাধীন সময়ে বাংলাদেশের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
তিনি আরও বলেন, “যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা স্বার্থপর হিসাব করে এই রায় প্রদত্ত হয়েছে, তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন করবে।”
রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকাসহ বিভিন্ন প্রবেশপথে নিরাপত্তা জোরদার করেছে। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনা মোতায়েন রয়েছে, যাতে নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা যায়।
সূত্র-বিবিসি।
সাজু/নিএ
সর্বশেষ খবর