মানবতাবরিরোধী অপরাধে শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়কে কেন্দ্র করে গত আট দিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনা চলছেই। রোববার মধ্যরাত থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত আগুনে পুড়েছে ১৮টি যানবাহন; এতে মোট পুড়ে গেছে ৫৭টি গাড়ি। মানিকগঞ্জে দগ্ধ চালক পারভেজ খান মারা গেছেন। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে – দুইজন আগুনে পুড়ে ও একজন পানিতে ডুবে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় গ্রামীণ ব্যাংকের চারটি শাখা এবং একটি ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় সোমবার ভোরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বগুড়ার ধুনট উপজেলায় রোববার দিবাগত রাত ৩টায় গ্রামীণ ব্যাংক গোসাইবাড়ী শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়ায় সোমবার ভোরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এ কয়েকটি ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা কারখানার সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। পাশে নির্মাণাধীন ভবনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছারা পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
চার জেলায় সড়ক অবরোধ করা হয়েছে। রাজধানীতে ২৫, নারায়ণগঞ্জে ১২ এবং যশোরের অভয়নগর থেকে ৯ জনকে আটক করা হয়েছে। সিলেটে গ্যারেজে ১২টি যানবাহন পুড়ে গেছে। রাজধানী-নারায়ণগঞ্জ সড়কে জেলা কর কার্যালয়ের সামনে বাসে আগুন, কুমিল্লা, কিশোরগঞ্জ, গাজীপুর, সাভার, চট্টগ্রাম ও ঢাকায় বিভিন্ন যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে।
গ্রামীণ ব্যাংকের শাখা, ভূমি কার্যালয় ও নির্মাণাধীন ভবনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশাপাশি পাবনা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও চট্টগ্রামে সড়ক অবরোধ করা হয়েছে। পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর