টেস্ট ক্রিকেটে মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিমও। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলতে চলেছেন তিনি। তার এই বিশেষ মুহূর্তে তাকে শুভকামনা জানাচ্ছেন সবাই।
মুশফিকের দীর্ঘ দিনের সতীর্থ তামিম ইকবালও শুভকামনা জানিয়েছেন। এক যুগেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে খেলেছেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলে উঠে আসা, সব পথই তারা অনেকবার ভাগ করেছেন।
ফেসবুকে তামিম লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো এক সময় কোনো এক উপলক্ষে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’
তিনি আরও লিখেছেন, ‘তবে আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরো অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’
কুশল/সাএ
সর্বশেষ খবর