শরীয়য়তপুরে বেশি দামে সার বিক্রি করায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে.এম.রাফসান রাব্বি সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সঙ্কট দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছে। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সখিপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানকালে বেশি দামে সার বিক্রির হাতেনাতে প্রমাণ পেয়ে বিসিআইসি সার ডিলার মেসার্স রবিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লিপন ঘোষকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম.রাফসান রাব্বি বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহতভাবে চলছে এবং এটি চলতেই থাকবে। এটি ছাড়াও আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করা হয়। সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রি, রশিদ সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শন করতে করতে বলা হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর আহমেদ শুভ, সখিপুর কৃষি উপসহকারী ঢঙঢযয সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর