বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী (সি-ব্লক) এলাকায় তুষার (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা তার শয়নকক্ষে ঝুলন্ত অবস্থায় ম’রদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।
পরে থানায় খবর দেওয়া হয়। নিহত তুষার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন এবং পরিবারসহ রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। সকালে বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। বেলা ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দেওয়া হয়। তুষারের লাশের পাশে একটি ছোট্ট চিরকুট পাওয়া যায়।
সেখানে লেখা ছিল—আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সঙ্গে সঙ্গে থানা-পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শাজাহানপুর থানা ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শাজাহানপুর থানা-পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম’রদেহ উদ্ধার করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর