গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে দু’জনই প্রতিবেশী দেশ ভারতে পলাতক রয়েছেন।
পলাতক এ দুই আসামিকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করার দুটি উপায় রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, প্রথমত—২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত অপরাধী প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) আওতায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ তাদের ফেরত চাইতে পারে। ভারত আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল হলে এই দুই আসামিকে ফেরত দেওয়ার কথা।
দ্বিতীয়ত—ইন্টারপোলের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে দেশে পাঠানো সম্ভব। যেহেতু ট্রাইব্যুনালের বৈধ আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, তাই এই আন্তর্জাতিক প্রক্রিয়াও আইনসম্মতভাবে চালানো যাবে।
চিফ প্রসিকিউটর আশা প্রকাশ করেন যে, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ নেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো জটিল মামলার বিচার করার সক্ষমতা অর্জন করেছে এবং সফলভাবে তা করে আসছে। একই সাক্ষ্যপ্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে উপস্থাপন করা হলে আসামিদের একই সাজা হতো বলেও মন্তব্য করেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর