প্রাণিসম্পদ অধিদপ্তরের ৫ ক্যাটাগরির সাব-টেকনিক্যাল পদে সাধারণ শিক্ষাগত যোগ্যতা রেখে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ বাদ দেওয়ায় তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীসহ সারাদেশে সরকারি পলিটেকনিক ও ইনস্টিটিউটে বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে চলমান আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে নেত্রকোনা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আন্দোলন আরও উত্তেজনাপূর্ণ রূপ নেয়। শিক্ষার্থীরা পুতুলিকা দাহ করে এবং অধ্যক্ষসহ সব শিক্ষকদের কক্ষে আটকে রাখে। বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকেও আন্দোলনকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. বরুণ কুমার দত্ত ও কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
বিক্ষোভকারীরা জানান, গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্মারকে ভিএফএ ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়। এরপর গতকাল প্রকাশিত ভিএফএ পদের নিয়োগ বিজ্ঞপ্তিও আজকের মধ্যে বাতিল করার দাবি তুলেছেন তারা। তাদের অভিযোগ— ‘প্রাণিসম্পদ ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী নিয়োগবিধিমালা-২০২৩’ এর ফলে চাকরির সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হচ্ছে।
দাবি আজকের মধ্যে পূরণ না হলে দেশের সব আইএলএসটিতে আরও বড় ধরনের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেন এবং পরিবেশ শান্ত রাখার নির্দেশ দেন। তিনি জানান, "সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা হয়েছে, উনারা আশ্বাস দিয়েছেন এ বিষয়ে একটা ভালো সমাধান আসবে। শিক্ষার্থীরা আজকে পর্যন্ত সময় দিয়েছে, এর মধ্যেই আশা করছি বিষয়টি সমাধান হবে।"
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর