সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের মোট ১,১০০ জন কৃষক এই সহায়তা পেয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারি প্রণোদনার এই বীজ ও সার সঠিক ভাবে কাজে লাগাতে পারলে কৃষকরা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবেন। তিনি আরও আশ্বাস দেন, আগামীতেও সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা অব্যাহত থাকবে। ইউএনও বলেন, আগামী বছর বা মৌসুমে যেন পানি কমার সাথে সাথেই আরও আগে এই সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি বোরো (উফশী জাতীয়) বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো উৎপাদন খরচ কমানো এবং বোরো মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, কামাল হোসেন রাফি, সওকত হাসান, মনিরাজ শাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর