ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার আবেদন গতকাল বুধবার শেষ হয়েছে। পাঁচ ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৮৪ হাজার ২১৬টি। ধারণা করা হচ্ছে, পেমেন্ট জটিলতা ও ত্রুটিপূর্ণ আবেদন মিলিয়ে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। এইদিন দুপুর পর্যন্ত হিসেব অনুযায়ী, বিজ্ঞানে ইউনিটটিতে মোট আসন ১ হাজার ৮৫১টির বিপরীতে ১ লাখ ১৯ হাজার। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯০২টি আবেদন জমা পড়েছে। এখানে আসনপ্রতি আবেদন ৩৭ দশমিক ৪০। ব্যবসায় শিক্ষা ইউনিটের ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ২৭৯টি। আসনপ্রতি আবেদন ৩৩ দশমিক ৫৯।
অন্যদিকে চারুকলায় ১৩০টি আসনের জন্য ৮ হাজার ২৫৮টি আবেদন এবং আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজার ১৪৭টি জমা পড়েছে।
এ সংখ্যা চূড়ান্ত আবেদনের সময় বেড়ে যাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক শরিফুল ইসলাম। তিনি বলেন, ‘কিছু পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে এবং ত্রুটিপূর্ণ আবেদনগুলো সমস্যাগুলো সমাধান হয়ে গেলে, এই সংখ্যা কিছুটা বাড়বে, বলে আশা করি।’
এর আগে গত ১৩ নভেম্বর শুরু হওয়া ভর্তির আবেদন চলে ১৯ নভেম্বর পর্যন্ত। এবছর ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ২৯ নভেম্বর এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ও ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে, বলে বিশ্ববিদ্যালয় তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর