তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ, যা আগামী চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হতে যাচ্ছে। এ রায়ে আগামী নির্বাচনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারে অধীনে সুসংহত ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, বলে আশাপ্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষদের যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন-নিপীড়ন নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছিল; আমরা আশা করি, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আগামী নির্বাচনগুলোকে সুসংহত ও গ্রহণযোগ্য হবে।’
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফ্রি মেডিকেল ও স্বাস্থ্যসেবা কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এমন ইঙ্গিত প্রদান করে উল্লখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা একটা সিগনাল যে, আগামীর দিনগুলোতে নির্বাচনগুলো সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে, বাংলা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে দেশ কোন জায়গায় যেতে পারে, কত বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সেটি বিগত দিনে আমরা দেখেছি। সুতরাং, একটা নির্বাচনে সুষ্ঠ নির্বাচন সম্ভব একটা কেয়ার টেকারকে সরকারের মাধ্যমে, এখানে জাতীয় একটা ঐক্যমত আছে। এই ঐক্যমতের মাধ্যমে আগামীতে গণতন্ত্রিক বাংলাদেশে একটি নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আরেকটি মূল বিষয়টা তত্ত্বাবধয়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করব? বিগত দিনে আমরা অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে। নির্বাচনগুলো ভালো হয়েছে, গ্রহণযোগ্য হয়েছে, প্রশ্নবিদ্ধ হয় নাই। সেটা আমরা আবারও করতে পারব। এটা তো আবিষ্কার করার কিছু না। আমরা করেছি সফলভাবে করেছি বিগতদিন। সামনে আবার করতে পারব। এখানে তো বিষয়টা খুবই সহজ। এটা নিরপেক্ষ সরকারের কথা বলা হচ্ছে। অনির্বাচিত একটা নিরপেক্ষ সরকার। যেটা তত্ত্ববধায়ক সরকার দায়িত্ব পালন করেছে। এটি গঠনের চরিত্র-কার্যক্রম সবকিছু কিন্তু বিধিবদ্ধ আছে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলায় কমল মেডিএইড, ঢাবির আয়োজনে বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি ফ্রি মেডিকেল ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন , জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জুলাই শহীদ পরিবার সদস্য মীর স্নিগ্ধসহ আরও অনেকে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর