রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা খালপাড়া গ্রামে আদালতের আদেশ অমাণ্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠে ওই গ্রামের আকবর মন্ডল, আলম মন্ডল ও ওবায়দুল মন্ডলের বিরুদ্ধে।
একই এলাকার আব্দুস সাত্তার মন্ডল বাদী হয়ে রাজবাড়ীর আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে পাংশা থানা পুলিশ কাজ বন্ধ রাখতে আদালতের আদেশ জারির নোটিশ প্রদান করলেও আইন অমান্য মরে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেন সাত্তার মন্ডল।
শনিবার সকালে সরে জমিনে গিয়ে দেখাযায় ওই নির্মাণাধীন ভবনের পাশে ২ জন শ্রমিক ইটের খোয়া সরানোর কাজ করছে।
এ বিষয়ে ওই আকবর মন্ডল বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নোটিশ পাওয়ার পর কাজ বন্ধ রাখছি। তবে সামান্য কিছু ইট ও বালি সরিয়ে রাখছি নিরাপদে। এ বার দিয়ে ৪ বার এমন ১৪৪ ধারা জারি করছে প্রতিবারই আদেশ আমাদের পক্ষেই আসছে শুধু হয়রানির জন্য এমন করা হয় বলেও তিনি জানান।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন বলেন নোটিশ প্রদান করার পর কাজ বন্ধ রয়েছে, আমার অফিসার সেখানে গিয়ে নোটিশের মাধ্যমে তাদের জানিয়ে আসছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর