হালুয়াঘাটে মানব পাচার চক্রের ৪ মহিলা সদস্য গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় এক দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
শিক্ষার্থীর মা জানান, মানব পাচার চক্রের সদস্যরা গত ১৯ নভেম্বর আমার মেয়েকে হালুয়াঘাট মহিলা কলেজের সামনের রাস্তা হতে বিভিন্নভাবে ফুুসলিয়ে প্রথমে কড়াইতলী পার্কে নিয়ে ঘোরাফেরা করে। পরে আমার মেয়েকে নিয়ে ফুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় রাখে। এ সময় আমার মেয়েকে ঢাকায় নিয়ে বিভিন্ন লোকদের সাথে রাত্রীযাপন করিলে সে অনেক টাকা-পয়সা ইনকাম করিতে পারবে এবং উন্নত জীবনযাপনের ব্যবস্থা করিয়া দিবে এমন প্রলোভন দেখিয়ে শুক্রবার সন্ধায় ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নাগলা বাজার বাসস্ট্যান্ডে নিয়ে আসে ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারকৃত শিক্ষার্থীসহ মানবপাচার চক্রের সদস্যদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আকনপাড়া গ্রামের আজিুল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌস রিমা (১৯), একই এলাকার মৃত উসমান আলীর মেয়ে শারমিন আক্তার শানু (২১), মৃত সিরাজুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার (২৩) কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের মৃত মানিকের মেয়ে লাকী আক্তার (৩০) ।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের মানবপাচার প্রতিরোধ দমন আইনে মামলায় আদালতে প্রেরন করা হয়েছে ।
কুশল/সাএ
সর্বশেষ খবর