প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি পেস তারকা মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। নিজেদের সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে দলে নিতে ক্যাপিটালসকে পাড়ি দিতে হয়েছে একধরনের নাটকীয় পথ। তিন মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেয় তারা। কিন্তু এক মাস আগে তার নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় হায়দার আলীকে দলে ভেড়ানোর ঘোষণা দেয়। এতে করে শঙ্কা দেখা দেয়—আরব আমিরাতের এই লিগে মুস্তাফিজ আদৌ খেলতে পারবেন কি না।
অবশেষে আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরকে সামনে রেখে আবারও মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে দুবাই ক্যাপিটালস। জিএম রিতেশের বদলে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
এর আগে এই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই তারকা—সাকিব আল হাসান ও তাসকিন আহমদ। সাকিব খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে, আর তাসকিন মাঠ মাতাবেন শারজাহ ওয়ারিয়র্সের জার্সি গায়ে।
সাজু/নিএ
সর্বশেষ খবর