ভূমিকম্পে পর রাজধানী ঢাকায় আবার ভূকম্পন অনুভূত হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের দুই শিক্ষার্থী ও সূর্যসেন হলের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে শামসুন নাহার হলের দুই শিক্ষার্থী সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে যায়। অন্যদিকে সূর্য সেন হলের এক শিক্ষার্থী রিডিং রুম থেকে বের হতে গিয়ে অন্যজনের ধাক্কায় হাতে ব্যথা পান। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর স্বাস্থ্য ও পরিবার সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, শামসুন নাহার হলের দুই শিক্ষার্থীর পা মচকে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে প্লাস্টার করা হচ্ছে। অন্যদিকে সূর্যসেন হলে এক শিক্ষার্থী হাতে ব্যথা পেয়েছে। আমি তাদের সাথেই আছি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর