যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপীয় নিরাপত্তা উপদেষ্টারা আজ জেনেভায় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর উদ্দেশ্যে প্রণীত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন পরিকল্পনাটি অনুমোদনের জন্য, তবে কিয়েভ খসড়াটিতে পরিবর্তন আনার চেষ্টা করছে—কারণ এতে রাশিয়ার কিছু কঠোর দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
ইউক্রেন জানিয়েছে, জাপোরিঝিয়ার একটি আবাসিক ভবনে রুশ হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। এ হামলার বিষয়ে কিয়েভ বলছে—রাশিয়া যুদ্ধবিরতি আলোচনার মাঝেও সামরিক চাপ অব্যাহত রাখছে।
জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পাশাপাশি ইউক্রেন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা উপস্থিত থাকবেন। ওয়াশিংটনের প্রস্তুত করা ২৮ দফা খসড়া শান্তি পরিকল্পনা এ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
ইউরোপীয় ও পশ্চিমা নেতারা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি আলোচনা শুরু করার জন্য একটি সম্ভাব্য ভিত্তি হলেও এতে “অতিরিক্ত কাজের” প্রয়োজন রয়েছে। তাদের মতে, পরিকল্পনাটি দ্রুত যুদ্ধ শেষ করার সুযোগ তৈরি করলেও ইউক্রেনের নিরাপত্তা ও ভূখণ্ডগত স্বার্থ রক্ষার জন্য আরও সংশোধন জরুরি।
ট্রাম্প প্রশাসন যুদ্ধের প্রায় চার বছর পর এ পরিকল্পনাকে চূড়ান্ত করার চেষ্টা চালাচ্ছে, তবে কিয়েভ বারবার জানিয়েছে যে তারা এমন কোনো শর্ত মেনে নেবে না যা রাশিয়ার আগ্রাসনকে পুরস্কৃত করে বা তাদের সার্বভৌম ভূখণ্ড কমিয়ে দেয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর