আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৮১ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৩ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল-বিকাল দুই ধাপে ৮১ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডাকছে ইসি। যা আগামী মঙ্গলবার(২৫ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
এর আগে সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন।
আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর