ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত এইচ.ই.হোকন আরাল্ড গুলব্রান্ডসেনের নেতৃত্বে নরওয়ে, নরাড (NORAD) ও প্ল্যান ইন্টারন্যাশনালের নয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বরিশাল ও বরগুনার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে তারা বরগুনার বামনা উপজেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
দলটি বামনা সদর ইউনিয়নের কলাগাছিয়া কার্যকর স্বাক্ষরতা ও গাণিতিক দক্ষতা কেন্দ্র (FLN Center) এবং ‘গার্লস গেট ইকুয়্যাল ২.০ রিয়ালাইজিং রাইটস অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স’ প্রকল্পের কাজ পরিদর্শন করে।
প্রকল্পটির অর্থায়ন করছে নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট (NORAD)। সহযোগী সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF)।
পরিদর্শনকালে প্রতিনিধিদল FLN সেন্টারে ঝরে পড়া শিশুদের শেখার অগ্রগতি, পুনর্ভর্তি প্রক্রিয়া, শিক্ষাগত চ্যালেঞ্জ ও কমিউনিটির অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা কার্যক্রম এবং এসআরএইচআর–সংক্রান্ত উদ্যোগের বাস্তবায়ন দেখেন। এসময় উপস্থিত ছিলেন নরওয়ে দূতাবাস, বাংলাদেশ রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রান্ডসেন, মিস শাহপার সেলিম (প্রোগ্রাম অফিসার), প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ে হেইডি হেলে লিন্ডেনস্কভ (হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং), অ্যালিসন ওয়েডওয়াল্ট (সিনিয়র অ্যাডভাইজর), NORAD লিন্ডা সুভাটনে (লিড লোকালাইজেশন পাইলট), এলিজাবেথ মেসজারোস হোকেনওসেন (কেস ওয়ার্কার), কামিলা হলস্ট সালভেসেন (SRHR বিশেষজ্ঞ), প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ মোহাম্মদ মঈন নজিউর চৌধুরী (ডিরেক্টর–প্রোগ্রাম), নীলিমা ইয়াসমিন (ডেপুটি ডিরেক্টর–প্রোগ্রাম), নূর মোহাম্মদ ফেরদৌস চৌধুরী (প্রোগ্রাম স্পেশালিস্ট–SRHR), RDF প্রধান নির্বাহী কর্মকর্তা।
প্রতিনিধিদল বরিশাল ও বরগুনা জেলার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর