ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কার্যক্রম শুরু করার ফলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বিডি২৪লাইভকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল চারটার পর থেকে ভোটার তালিকা জেনারেটর কার্যক্রম শুরু হবে। এজন্য সাময়িক ভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকবে। কমিশন পরবর্তী নির্দেশ দিলে আবার সংশোধন কার্যক্রম চালু হবে। কিন্তু সচারাচর সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকে।
সবশেষে ভোটার হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭। মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪।
আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর