কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুছা (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। রবিবার মধ্যরাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার দুপুরে নিহত মুছার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুছা ওই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন। প্রায় ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে আক্রমণ করে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করেন। মুছাও ৮-১০ দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়। রবিবার রাতে মুছা বাড়িতে এলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এদিকে, ঘটনাস্থলে মুছার মৃত্যুর পর মরদেহ ফেলে আত্মগোপন করে হামলাকারীরা। ব্যবসায়ী ময়নাল হোসেনের চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন জানান, গত ১০-১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র।
এ সময় ময়নালকে বৈদ্যুতিক শক দিয়ে তাঁর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিকভাবে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম ও পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর