বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপতি, বিডি২৪লাইভের বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিকের বাবা মোঃ ছালিম উদ্দিন আর নেই। বার্ধক্যজনিত কারণে ২৪ নভেম্বর রোজ সোমবার রাত ৮টার দিকে নেত্রকোনার কেন্দুয়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন মোঃ ছালিম উদ্দিন। শারীরিক অবস্থার অবনতি হলে বাসায় তাঁর দেখভাল করা হচ্ছিল। শেষ পর্যন্ত শনিবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা ও দাফন স্থানীয় পারিবারিক কবরস্থানে সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলে পরিবার জানায়।
মোঃ ছালিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বনেকের সাধারণ সম্পাদক ও বিডি২৪লাইভের এডিটর-ইন-চিফ আমিরুল ইসলাম আসাদ। এক শোকবার্তায় তিনি বলেন, “মরহুমের চলে যাওয়া একটি অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন।”
এ ছাড়া সাংবাদিক সমাজের বিভিন্ন সংগঠন ও সহকর্মীরাও তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর