আদালতের অনুমতিতে অগ্রণী ব্যাংকের দুটি লকার খুলে তাতে থাকা মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক)। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা লকার দুটি মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হয়। এই প্রথম আদালতের আদেশে তার ব্যাংক লকার খোলা হলো।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটো জব্দ করে সিআইসি। লকারগুলোর বিপুল সম্পদ কর ফাঁকির মাধ্যমে অর্জিত কি না—তা যাচাই করতেই সেগুলো জব্দ করা হয়েছিল।
এ ছাড়া গত ১০ সেপ্টেম্বর সেনাকল্যাণ ভবনে থাকা পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার ১২৮ নম্বর লকারও সিআইসি জব্দ করে।
লকারগুলোতে কীভাবে এত স্বর্ণালংকার জমা হলো, সম্পদের উৎস কী এবং কর ঘোষণা করা হয়েছে কি না—এসব বিষয়ে এখন সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও তদন্ত চালাবে বলে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর