আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটে ভোটদান করতে হলে দেশপ্রতি ৫ দিন করে সময় দিয়েছিলে ইসি। তবে এ প্রক্রিয়া সহজ করতে সময়সীমা উন্মুক্ত করার জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব জানান, আগামী শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণ প্রক্রিয়া আরও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যেই এই রিহার্সাল করা হচ্ছে বলে জানান তিনি।
মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, সমন্বয়ের প্রয়োজনীয়তা, ভোটকক্ষ বা জনবল বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সচিব।
এ ছাড়া প্রবাসী ভোটার নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, ১৮ নভেম্বর থেকে চালু হওয়া নিবন্ধন কার্যক্রমে আটটি অঞ্চলভিত্তিক পাঁচ দিনের সময়সীমা নির্ধারিত থাকলেও তা আর বহাল থাকবে না। আজ ২৬ নভেম্বর রাত ১২টার পর থেকে বিশ্বের যেকোনো স্থান থেকেই প্রবাসীরা যেকোনো সময় নিবন্ধন করতে পারবেন। তবে নিবন্ধনের শেষ তারিখ ১৮ ডিসেম্বরই থাকবে।
তিনি জানান, নিবন্ধন উন্মুক্ত থাকায় কিছু কারিগরি ত্রুটি বা হিকআপ হতে পারে। যেমন ঠিকানাগত কারণে কিছু স্থানে OTP না পৌঁছানোর মতো সমস্যা পাওয়া গেছে। এ ধরনের ত্রুটি পাওয়া গেলে তাৎক্ষণিক সংশোধনের চেষ্টা করা হবে এবং প্রযুক্তি টিম অভিজ্ঞতার ভিত্তিতে সমস্যা সমাধান করবে।
প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার অধ্যাদেশ জারি হওয়ায় কমিশন আগেই মানসিক, কাগজে-কলমে এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি জানান, বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে এবং তা ভবিষ্যতেও চলমান থাকবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর