দেশী জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে
রৌমারীতে অনুষ্ঠিত হয়েছে প্রাণি সম্পদ প্রদর্শনী মেলা। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা চত্বরে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেইনারি হাসপাতাল। অনুষ্ঠানের শুরুতে র্যালি
বের করা হয়। র্যালিটি রৌমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান পাইকাড়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা কৃষি অফিসার আব্দুল কাইয়ুম চৌধুরী, রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: উম্মে হোসনে আরা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মেলায় অংশ নেয়া বিভিন্ন উদ্যোক্তা।
বক্তারা বলেন, এ ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে।
প্রদর্শনী মেলার স্টলে গরু, ছাগল,ঘোড়া , ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি স্থান পায়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর