কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১১ মামলার আসামী নয়নসহ তার সহযোগী ৫ ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে জেলার চান্দিনা বরকরই নাথের বাড়ী গ্রামের দোল্লাই নবাবপুর টু রহিমানগর রাস্তার উপর থেকে গ্রেফতার করেছে। এ সময় তাদের ব্যবহৃত ২টি পিকআপ, দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ। বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মোহাম্মদ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়- গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা জেলার চান্দিনা থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র একত্রিত হয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ২টি পিকআপে করে প্রায় ১৫/১৬ জনের ডাকাত দল চান্দিনা বরকরই নাথের বাড়ী গ্রামের দোল্লাই নবাবপুর টু রহিমানগর রাস্তার জনৈক দেলোয়ার হোসেন এর ভাই ভাই মোটরসাইকেল শো-রুমের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জন ৪ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে ডাকাত নয়ন ও তার সহযোগী উক্ত পিকআপটি নিয়ে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের উল্টা পাশে গাড়ি চালিয়ে সদর দক্ষিণ থানাধীন ফিরিঙ্গির হাট এলাকায় প্রবেশ করে।
এই সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এবং ডিবি পুলিশের ২টি টিম ডাকাত নয়ন ও তার সহযোগীসহ উক্ত পিকআপটিকে ধাওয়া করে সদর দক্ষিণ থানাধীন ফিরিঙ্গির হাট, সুয়াগাজী এলাকায় গিয়ে আটককালে ডাকাত নয়ন ও তার সহযোগী পিকআপ হতে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। পরে নয়ন একটি পুকুরে লাফ দিলে পুলিশ করে নয় কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো- চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের তাজুল ইসলামের পুত্র রায়হান (২০), তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মো: নয়ন (৩৪), চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের মৃত মনির হোসেনের পুত্র শাহাদাত হোসেন, চান্দিনা উপজেলার দেওকামতা গ্রামের সিরাজ কাজীর পুত্র মো: নাছির (২৫) ও চান্দিনা উপজেলার সুরিখোলা গ্রামের মন্টু মিয়ার পুত্র সজীব রানা। ডিবির ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন- ডাকাত দলের মূল হোতা নয়নসহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় দেশীয় অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর