প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরব সহ সাত দেশে প্রবাসীদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। তবে এসব এড্রেসগুলো কনফার্ম করে সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান।
সালীম আহমাদ খান বলেন, আমরা স্ট্যান্ডার্ড ওয়েতে যে রেজিস্ট্রেশন প্রসেসটা করেছিলাম সেটাকেও আমরা ওপেন করে দিয়েছি। তারমানে এখন আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের যেকোন জায়গা থেকে নির্ধারিত পদ্ধতিতে যে কেউ মানে বাংলাদেশের নাগরিক যারা আছেন ১৮ বছরের মধ্যে এনআইডি কার্ডধারী, তারা নিবন্ধন করে পোস্টাল অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।
কালকে রাতে যখন আমরা শুরু করেছি। শুরু করার পরে রেসপন্স খুব হাই ছিল। তারপর আমাদের আনুমানিক রাত আড়াইটার দিকে আমরা দেখলাম যে সাতটা দেশে সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত, মালয়েশিয়া আর ইউনাইটেড আরব আমিরাত দেশের প্রবাসী ভোটাররা উনাদের এড্রেসে ভুল করছে। এড্রেসগুলো উনারা ঠিকমত দিতে পারছেন না। সো ঠিকানা ভুল হলে তো ব্যালট পৌঁছবে না জায়গা মতো। তখন আমরা সিদ্ধান্ত নিলাম সাতটা দেশে বন্ধ রাখাটাই ভালো হবে সাময়িকভাবে।
এসময় তিনি বলেন, আমাদের টিম কাজ করছে। সকাল থেকে আমরা কয়েক ঘন্টা ওখানের সাতটা দেশের এম্বাসির সাথে বসেছিলাম। বসে আমরা লাইন বের করেছি কিভাবে স্টেপ নিতে হবে। কালকে সকালের মধ্যে আমরা এটা সমাধান করে ফেলার চেষ্টা করবো। যাতে শুক্রবারে ছুটি থাকে। সৌদি আরব সহ অন্যান্য দেশে ছুটির দিন আমাদের প্রবাসী ভোটাররা যেন কাজে লাগাতে পারেন। আমরা চেষ্টা করছি অ্যাপের ভিতরে একটা এড্রেস কারেকশনের এডিট চালু করার। যাতে এড্রেসটা সবাই আবার রিচেক করতে পারেন। রিচেক করলে এড্রেসটা যখন কনফার্ম হবে আমরা সামনের সপ্তাহ শেষের থেকে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমাদের পোস্টাল প্যাকেজ পাঠানো শুরু করে দিব।
যাদের একদিন লস হলো তারা কি একটু বাড়তি সময় পাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার ওখানে ২১ দিন পাচ্ছেন। সো ২১ দিন সময় যথেষ্ট। আমাদের কল সেন্টার এক্টিভেট হয়েছে। আমরা চেষ্টা করব কোন একজন ভোটার যাতে যে রেজিস্ট্রেশন থেকে যাতে বাদ না পড়েন।
এসময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমরা অগ্রসর হব, প্রবলেম হবে প্রবলেমটাকে সলভ করব। আমরা অসংতিটা মনিটর করে এগিয়ে যাব।
এ সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রবাসী ভোটারদেরকে অন্তর্ভুক্তির ব্যাপারে এক্সপেক্টেশন যেটা হাই ছিল, এখনও আমাদের হাই আছে।
নিবন্ধন সংক্রান্ত সৃষ্ট জটিলতা শিগগিরই কেটে যাবে জানিয়ে তিনি বলেন, নিবন্ধনের সময়সীমা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্তই থাকছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর