নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নোবিপ্রবি উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অন্যদিকে রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেক্টর অধ্যাপক ড. ইউসুফ ইলমাজ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, ইন্টারন্যাশনাল কোলাবোরেশান অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার ড. খালেদ মেহেদী হাসানসহ শিক্ষক ও কর্মকর্তা।
উচ্চশিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের বিনিময়, যৌথ গবেষণা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর