বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখার আহবায়ক মোস্তাফিজ্বোহা সেলিম ও বেনাপোল পৌর শাখার আহবায়ক মফিজুর রহমান বাবু এবং সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু সহ যুবদলের শীর্ষ ৩ নেতা জন সম্মুখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারন ও সংগঠনের শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে কারন দর্শানো নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
আজ ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয় টি নিশ্চিত করেছেন। আগামী তিন দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে কারন দর্শানো নোটিশের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
এব্যাপারে শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ জানান তিনিও সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে যশোর জেলা যুবদলের নেতাদের সাথে কথা না বলে এখনই কিছু বলতে পারবো না।
কুশল/সাএ
সর্বশেষ খবর