যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কে বা কারা লাশটি সেখানে ফেলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) রাত সাড়ে আটটার দিকে। এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি বিভাগের সামনে হঠাৎ একজনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা এগিয়ে গিয়ে দেখেন মানুষের কোনো জ্ঞান নেই। তার পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি, পা খালি। দুই পা দেখে মনে হচ্ছিল অনেকক্ষণ পানিতে ভেজানো ছিল। দ্রুত তারা বিষয়টি হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার ও কর্তব্যরতদের জানান। কর্তব্যরতরা এসে যুবকটিকে জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তিনি মৃত।
এ বিষয়ে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল দেব ঘোষ বলেন,পরীক্ষা–নিরীক্ষা করে দেখা গেছে, ওই যুবকটি ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। পরে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, কীভাবে লাশটি সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের অপর একটি সূত্র জানায়, বিষয়টি পিবিআইকে জানানো হয়েছে। তারা আসছে। ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার পর পরিচয় জানা যাবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর