আমাদের নেত্রী কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি সেই অসুস্থ তার দ্রুত সুস্থ হন তার জন্য,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবারের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম ও অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন। সে কারনে আওয়ামীলীগের দূশাসনে জেল জুলুম মামলা হামলা শিকার হয়েও আমাদের নেত্রী কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। দেশের মানুষের জন্য তিনি এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি আয়োজনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচার ও নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বক্তব্যে আনিসুল হক আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করবে প্রর্যায় ক্রমে। এছাড়াও বেকার যুবক-যুবতীদের জন্য বেকার ভাতা চালুর উদ্যোগ এবং দেশের সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরও ভাতার আওতায় আনবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হলে। এসময় তিনি আরও জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে খুব শীঘ্রই দেশে ফিরবেন আর দেশের ১০ কোটি মানুষ বিমানবন্দরে উপস্থিত হবেন তাকে বরণ করতে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আনিসুল হক আরও বলেন,বিএনপি যে সকল সড়ক সেতু নির্মান করেছিল তার আর মেরামত করেনি যার ফলে দূর্ভোগে পড়েছেন আপনারা। তার জন্য জেলা শহরের সঙ্গে প্রতিটি উপজেলাসহ ইউনিয়ন পর্যায় পর্যন্ত আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হবে একেই সাথে অবহেলিত হাওরবাসীর জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষক ও জেলেদের জন্য কার্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে।
সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর