ফরিদপুরের নগরকান্দায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের কে আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। ভালোভাবে পড়াশোনা করে মানবিক মানুষ হতে হবে এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করতে হবে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নগরকান্দা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২৫ সালে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট তুলে দেন শামা ওবায়েদ। এসময় শামা ওবায়েদের নির্বাচনী এলাকার কৃতি শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, নগরকান্দা সরকারি এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা পৌর ছাত্রদলের আহবায়ক সুজন,নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ, আহবায়ক রবিউল ইসলাম লিখন প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর