সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে 'মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর' এর গেজেট প্রকাশসহ চার দফা দাবিতে আজও আন্দোলন করছেন শিক্ষকরা।
রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনরত শিক্ষকদের ভাষ্য, অনেক নিচের গ্রেডের পদও নবম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র দশম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই।
দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন উল্লেখ করে তারা জানান, এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছেন। তবে এবার দাবি আদায় করেই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জানানো হয়, দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার (১ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউনে যাবেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা।
শিক্ষকদের চার দফা দাবি হলো-
১. এন্ট্রিপদ ৯ম গ্রেড ধরে বিসিএস(মাধ্যমিক) পদসোপানসহ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন।
২. ২০০১-২০১২ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষকবৃন্দের টাইমস্কেল-সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ প্রদান।
৩. সকল শূন্য পদে সিনিয়র শিক্ষক, সহকারী প্রধানশিক্ষক, প্রধানশিক্ষক, জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসার পদে পদোন্নতি ও পদায়ন।
৪. বিএড-এমএড পেশাগত ডিগ্রি অর্জনের জন্য অবিলম্বে ২-৩টি অগ্রিম বর্ধিত বেতনের মঞ্জুরি আদেশ প্রদান।
কুশল/সাএ
সর্বশেষ খবর