নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সোমবার (১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাশ হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের (ডিপিডি) তথ্য অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের মধ্যে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে একাডেমিক ভবন-৩ নির্মাণে এর জন্য নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া স্কুল ও কলেজ নির্মাণে ৮ কোটি ৭৩ লাখ টাকা, কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলা নির্মাণে ৩ কোটি ৩ লাখ টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়নে ২ কোটি ৮১ লাখ টাকা, ১০০ কেভি সাব-স্টেশন স্থাপনে ১ কোটি ৪৮ লাখ টাকা এবং শিক্ষক-কর্মচারী ভবনে লিফট স্থাপনে ২ কোটি ৫২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া ১৫০ কেভি জেনারেটর ক্রয়ে ৬২ লাখ টাকা, পুরো ক্যাম্পাসজুড়ে এলইডি লাইট স্থাপনে ৭২ লাখ টাকা, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগে ৬ কোটি টাকা, বৈজ্ঞানিক ল্যাব সরঞ্জাম ক্রয়ে ১১৭ কোটি টাকা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়ে ৩৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মো. আতাউর রহমান বলেন, “মাননীয় ভিসি স্যার এই প্রকল্প অনুমোদনের জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। তাঁর অবিরাম প্রচেষ্টায় অবশেষে আজ একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেল। প্রকল্পের কাজে অংশ নিতে আমিও গত এক মাস ধরে ঢাকায় অবস্থান করছি। এটি নোবিপ্রবির জন্য অত্যন্ত আনন্দের দিন।”
উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “নোবিপ্রবির দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থা, গবেষণা সুবিধা এবং সামগ্রিক অবকাঠামোয় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের পরিবেশ তৈরিতে আমরা বদ্ধপরিকর।”
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর