পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাসের। বিশেষ অতিথি হিসেবে বিজিবির ঠাকুরগাঁও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া এবং ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস উপস্থিত ছিলেন।
এছাড়াও, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সৃষ্টির ইতিহাস এবং সাফল্য তুলে ধরেন।
পরে অতিথি সহ বিজিবির সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। প্রীতিভোজের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। সবশেষে, পঞ্চগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়কের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর