পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই তথ্য দেন।
কারা কর্তৃপক্ষের অনুমতিতে উজমা খানম ইমরানের সঙ্গে দেখা করেন। এ সময় কারাগারের বাইরে বিপুল সংখ্যক পিটিআই সমর্থক জড়ো হন। সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইমরান খানের শারীরিক অবস্থা একেবারে ভালো। তবে তিনি বেশ ক্ষুব্ধ এবং বলছেন যে তাকে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে।’
উজমা জানান, ইমরানকে দিনের বেশির ভাগ সময় কক্ষে আটকে রাখা হচ্ছে এবং বাইরে যাওয়ার সুযোগ খুব সীমিত। বাইরে কারও সঙ্গে যোগাযোগও নেই। তার সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।
এদিন ইসলামাবাদ হাইকোর্ট ও আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের বিক্ষোভ চলছিল। দলটির অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে ইমরানের পরিবার ও দলের শীর্ষ নেতাদের তাকে দেখার অনুমতি দেওয়া হয়নি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি দাবি করেন, ২৭ অক্টোবরের পর থেকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কোনো সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।
প্রতিবাদ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে জারি করা হয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা, যার আওতায় চার বা ততোধিক লোকের সমাবেশ নিষিদ্ধ থাকে।
তালালের সতর্কবার্তা
এদিন পাকিস্তানের রাষ্ট্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি বলেন, ‘তারা হোক ইসলামাবাদ হাইকোর্টে বা আদিয়ালা জেলে, আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি পিটিআই-সমর্থিত সংসদ সদস্যদেরও আইন মেনে চলার আহ্বান জানান।
তিনি দাবি করেন, গোয়েন্দা সতর্কতার ভিত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার ভাষায়, ‘সন্ত্রাসীরা সুযোগ খুঁজে—যেখানে ভিড় থাকে, রাজনৈতিক সমাবেশ থাকে—সেখানে হামলা চালানোর চেষ্টা করে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সন্ত্রাসীরা পরিচয় লুকাতে ভিপিএনসহ সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে। তাই এসব অ্যাপের অপব্যবহার ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ) যৌথভাবে ব্যবস্থা নিচ্ছে।
তালাল চৌধুরি স্মরণ করিয়ে দেন, পেশোয়ার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি সম্পদ রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী বারবার ইসলামাবাদে এসে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা আদালতের নির্দেশনার বিরোধী। তিনি সতর্ক করেন, অন্য কোনো প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনী বা সম্পদ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ইসলামাবাদে সাম্প্রতিক ঘটনার পর নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং প্রাণহানি ঠেকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ পর্যবেক্ষণে প্রশাসন সতর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার
রাওয়ালপিন্ডি পুলিশ জানায়, শহরে আইনশৃঙ্খলা রক্ষায় তিন হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তিন দিনের জন্য জারি হওয়া ১৪৪ ধারার কারণে যেকোনো সমাবেশ বা বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
আদিয়ালা কারাগারের দিকে যাওয়া সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি রেড জোনের দিকে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।
পিটিআই নেতা আসাদ কায়সার একদিন আগে জানান, দলীয় সংসদ সদস্যরা ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ করে এরপর আদিয়ালা কারাগারের দিকে যাবেন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদিও সম্প্রতি ইমরানের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে কারাগারের সামনে অবস্থান কর্মসূচি করেছিলেন।
ইমরানের বোনরাও একাধিকবার কারাগারের সামনে অবস্থান করেন। পিটিআই অভিযোগ করে যে ১৯ নভেম্বর বিক্ষোভের সময় পুলিশ ইমরানের বোনদের সঙ্গে দুর্ব্যবহার ও ‘জোর করে আটক’ করেছিল।
গত কয়েক দিনে ইমরানের স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়ালেও সরকার ও পিটিআই উভয় পক্ষই জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর