পাবনার ঈশ্বরদীতে সদ্য আটটি ছানা হারিয়ে দিনভর ছোটাছুটি করা এক মা কুকুরের শূন্যতা পূরণের জন্য দুটি নতুন কুকুরছানা এনে দিল স্থানীয় স্বেচ্ছাসেবীরা। ঈশ্বরদীয়ান নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগে, মা কুকুরটি যেন নতুন করে মাতৃত্বের অনুভূতি ফিরে পেয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ছানা দুটিকে ওই মা কুকুরটির কাছে পৌঁছে দেওয়া হয়।
স্বেচ্ছাসেবীরা জানান, আট সন্তান হারানোর পর গত দুই দিন ধরে মা কুকুরটি পাগলের মতো এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছিল। দুধ খাওয়াতে না পারায় সে শারীরিক যন্ত্রণায়ও ভুগছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের হৃদয়ে নাড়া দেয়। এরপর তারা নিজেদের এলাকায় থাকা দুটি কুকুরছানা সংগ্রহ করে মা কুকুরটির কাছে তুলে দেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা বলেন, নতুন দুই সন্তান পাওয়ার পর মা কুকুরটিকে অনেকটা আনন্দিত দেখাচ্ছে। ছানাগুলোকে কাছে টেনে আদর-যত্ন করা এবং বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে সে যেন আবার মাতৃত্বের অনুভূতিতে ফিরেছে।
স্থানীয়রাও ঘটনাটিকে শূন্যতা পূরণের এক আশীর্বাদ হিসেবে উল্লেখ করে আবেগাপ্লুত হয়েছেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ঈশ্বরদী'য়ান-এর সহযোগিতায় আটটি বাচ্চা হারানো মা কুকুরের জন্য দুটি বাচ্চা সংগ্রহ করা হয়েছে। কিছুটা সময় লাগলেও মা কুকুরটি তাদেরকে আপন করে নিয়েছে। আশা করি বাচ্চা দুটি কিছুটা হলেও মা কুকুরটির শোক ভুলিয়ে দিতে পারবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর