আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের সাথে রাষ্ট্রপতির স্বাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আরপিওর একটা এমেন্ডমেন্ট ছিল যে প্রবাসীদের ভোট পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতিটা কী হবে, কোন কোন ব্যালটগুলো বাদ যাবে এবং কি পদ্ধতিতে কাউন্ট করা হবে সেটার উপরে একটা এমেন্ডমেন্ট ছিল উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর