ভূমিকম্পের কারণে স্থগিত থাকা একাডেমিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (তারিখ) খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর আগের দিন সোমবার থেকে বিভাগগুলো আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী রবিবার ও সোমবার দুই দিন অনলাইন ক্লাস চলবে বলে নিশ্চিত করেছেন জবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক মো. মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার বিকেলে বিশেষ সিন্ডিকেট সভা শেষে তিনি বলেন, “ভূমিকম্প পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ক্যাম্পাস খুলবে এবং সোমবার থেকে পরীক্ষার সুযোগ থাকছে।”
এ সময় তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নিয়ে সিন্ডিকেটে কোনো আলোচনার বিষয় এজেন্ডায় ছিল না। নির্বাচন কমিশন এই বিষয়ে যেসব সিদ্ধান্ত নেবে, সেটা-ই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর