নড়াইল-২ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো. মনিরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।
তবে গত ৩ নভেম্বর নড়াইল-২ আসনের মনোনয়ন স্থগিত রাখার কারণে অনেকেই মনে করেছিলেন, বিএনপির শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এই আসনে ধানের শীষের মনোনয়ন পেতে পারেন।
প্রার্থী ঘোষণার পর মনিরুল ইসলাম তাঁর ফেসবুকে এক পোস্টে লেখেন, "প্রিয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম, সুপ্রিয় নড়াইলবাসী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সে কারণে কোনো ধরনের মিছিল, মিটিং, শোভাযাত্রা, মিষ্টি বিতরণ বন্ধ।"
এ আসনে মনিরুল ইসলাম ছাড়াও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জসহ বেশ কয়েকজন।
এর আগে গত ৩ নভেম্বর এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, নড়াইল-২ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
সংসদীয় আসন দুইটি নিয়ে গঠিত নড়াইল জেলায় লোহাগড়া উপজেলা এবং সদর উপজেলার দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে নড়াইল-২ আসন গঠিত।
মাসুম/সাএ
সর্বশেষ খবর