প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক ও আন্দোলনের মাঠপর্যায়ের নেতা মোহাম্মদ সামছুদ্দীনকে তাঁর বর্তমান কর্মস্থল নোয়াখালীর কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে তাকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে বিদ্যমান শূন্য পদে তাঁকে নিজ বেতন স্কেলেই বদলি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত আদেশে আরও জানানো হয়, বদলির সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, আইএমডি এবং মহাপরিচালকের পিএসহ মোট নয়টি দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
এদিকে দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে গত ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’ ও বিদ্যালয় তালাবদ্ধ কর্মসূচি। শিক্ষক সামছুদ্দীন এ আন্দোলনের অন্যতম ফ্রন্টলাইন নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর