উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে। এ লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠেন।
নেতাকর্মীরা তার আগমনের অপেক্ষায় রয়েছেন, কারণ তিনি ঢাকায় পৌঁছানোর পরই খালেদা জিয়াকে লন্ডনে স্থানান্তরের আনুষ্ঠানিকতা শুরু হবে। সবকিছু ঠিক থাকলে তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার আগেই এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারেন।
এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে একই দিন দুপুরে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
যাত্রাপথে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন পরিবারের সদস্য হিসেবে লন্ডন থেকে আসা বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং হাসপাতালে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ারে ভর্তি হওয়ার পরপরই খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দিন রাত বাইরে অপেক্ষা করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে সেখানে সারা রাত জেগে অপেক্ষা করছেন বিপুলসংখ্যক নেতাকর্মী।
খালেদা জিয়াকে নিয়ে দলের বাইরেও সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উদ্বিগ্নতা রয়েছে। বেশিরভাগ মানুষ সার্বক্ষণিক তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন। বিশেষ করে চিকিৎসকদের ব্রিফিং জানতে সবার নজর ছিল এভারকেয়ারের দিকে।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের পর থেকেই দল ও মেডিক্যাল বোর্ডের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তাই বৃহস্পতিবার রাত থেকে এভারকেয়ারের সামনে ভিড় বাড়ছে।
নেতাকর্মীরা জানান, দলীয় চেয়ারপারসনকে বিদায় না জানিয়ে তারা সেখান থেকে সরবেন না। তারা বলেন, আমরা তাকে সাময়িক বিদায় দিচ্ছি। আশা করি তিনি আবারও প্রাণবন্ত হয়ে ফিরবেন।
বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আরও যারা যাবেন
দলীয় সূত্র জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে পরিবারের সদস্যদের বাইরেও যাচ্ছেন চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তারা।
তারা হলেন– চিকিৎসক আবু জাফর মো. জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূর উদ্দিন আহমদ, ডা. মো. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) হাসান শাহরিয়ার ইকবাল, স্পেশাল সিকিউরিটি ফোর্সের সৈয়দ সামিন মাহফুজ, তারেক রহমানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রূপা শিকদার।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর