ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা বিশ্লেষণে দেখা যায়—নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয় করেই এবার প্রার্থী নির্বাচন করা হয়েছে। নতুন ঘোষিত ৩৬ আসনের মধ্যে ২৭টিতে প্রার্থিতা পরিবর্তন এসেছে। বাকি ৯টি আসনে রাখা হয়েছে আগের প্রার্থীদেরই।
যে ৯ আসনে পুরোনো প্রার্থীই থাকছেন
নওগাঁ–৫: জাহিদুল ইসলাম ধলু
খুলনা–১: আমির এজাজ খান
বরিশাল–৩: জয়নুল আবেদীন
ময়মনসিংহ–৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ
কিশোরগঞ্জ–৫: শেখ মজিবুর রহমান ইকবাল
মানিকগঞ্জ–১: এসএ জিন্নাহ কবির
সুনামগঞ্জ–২: নাসির হোসেন চৌধুরী
হবিগঞ্জ–১: রেজা কিবরিয়া
চট্টগ্রাম–৩: মোস্তফা কামাল পাশা
বর্তমানে ৩শ আসনের মধ্যে ২৮টি এখনো ফাঁকা, এবং কতগুলো আসন মিত্রদের জন্য বরাদ্দ থাকবে—সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি বিএনপি।
নারী প্রার্থী ১১ জনে দাঁড়াল, নতুন তালিকায় একজন নারী প্রার্থী যুক্ত হয়েছেন—
নাদিরা আক্তার, মাদারীপুর–১
তিনি শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি নেতা মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী। এর আগে এই আসনে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও পরে তা স্থগিত করা হয়।
মিত্রদের বঞ্চনা
যুগপৎ আন্দোলনের শরিক চার দলের নেতারা চারটি আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু বিএনপি সেখানে দিয়েছে নিজস্ব প্রার্থী।
যে আসনগুলোতে শরিকরা বাদ পড়লেন—
নড়াইল–২: মনিরুল ইসলাম
কিশোরগঞ্জ–৫: শেখ মজিবুর রহমান ইকবাল
ঝালকাঠি–১: রফিকুল ইসলাম জামাল
যশোর–৫: অ্যাডভোকেট ইকবাল হোসেন
একাদশ নির্বাচনে এদের মধ্যে কেউ কেউ ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এবার কেউই মনোনয়ন পাননি। মাদারীপুর–২ আসনে গতবারের প্রার্থী মিল্টন বৈদ্যকে সরিয়ে এবার প্রার্থী করা হয়েছে জাহান্দার আলী খানকে।
ঢাকা মহানগরে নতুন সমীকরণ
ঢাকা–১০: আলোচিত এই আসনে প্রার্থী হয়েছেন শেখ রবিউল আলম রবি, আসিফ মাহমুদ সজীবকে ঘিরে যে জল্পনা ছিল, শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
ঢাকা–১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে নিয়ে যে আলোচনা চলছিল, তা সত্যি হয়নি।
অন্য দুই আসন
ঢাকা–৭: হামিদুর রহমান হামিদ
ঢাকা–৯: হাবিবুর রশিদ হাবিব
রাজধানীর তিনটি আসন- ঢাকা–১৩, ঢাকা–১৭ ও ঢাকা–২০ এখনো ফাঁকা রাখা হয়েছে।
প্রার্থী তালিকার অগ্রগতি
প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে এখন পর্যন্ত বিএনপি মোট ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ২৮টি আসনের নাম ‘যথাসময়ে’ জানানো হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর