বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, ‘আজকে আপনি আপনার দল করেন, আমি আমার দল করি। রাজনীতি এবং দল যার যার করাতে কোন সমস্যা না। কিন্তু যদি এলাকার উন্নয়ন চাইতে হয়, দেশের উন্নয়ন চাইতে হয়, তাহলে সবাইকে ধারণ করার মতন একটা বড় হৃদয় থাকতে হয়।,
শনিবার ( ৬ ডিসেম্বর) উপজেলার লোহাগড়ার মোল্লার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান বাচ্চু আরও বলেন, ‘আজকে এ পর্যায়ে আসতে আমাদের এক সাগর রক্ত পেরিয়ে এখানে উপস্থিত হতে হয়েছে। আমাদের এক সময় কোন বাড়িঘর ঠিকান ছিলো না। আমরা এক সময় বনে বাদাড়ে ধান খেতে পাট খেতে আমাদের জীবনটাকে অতিবাহিত করতাম। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমাদের ভাইকে আজ গুম করা হয়েছে, ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। আমরা সব কিছুকে ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ গঠনের জন্য আজ আমরা সব মানুষকে একসাথে নিয়ে একটি সোনার বাংলাদেশ গঠন করা জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আমার সকল রাজনৈতিক দলের বন্ধুদেরকে অনুরোধ করবো, আজকে আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলবেন। যার যার আদর্শের কথা বলার কারনে জনগণ যার যেটা গ্রহণ করবে সেইটা তার আগামী দিনে মতামত প্রদান করবে।,
তিনি আরও বলেন,‘ আপনি আপনার আদর্শের কথা বলুন আমি আমার আদর্শের কথা বলবো জনগণ উৎসবমুখর পরিবেশে তারা ভোট প্রদান করবে সেটাই আগামী দিনের বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত তারা দিবে। আজকে আপনি আপনার দল করেন, আমি আমার দল করি, রাজনীতি এবং দল যার যার করাতে কোন সমস্যা না। কিন্তু যদি এলাকার উন্নয়ন চাইতে হয়, দেশের উন্নয়ন চাইতে হয়, তাহলে সবাইকে ধারণ করার মতন একটা বড় হৃদয় থাকতে হয়।,
সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। সঞ্চলনায় করেন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল।
আরো বক্তব্য রাখেন, ‘জেলা নায়েবি আমীর জাকির হোসেন বিশ্বাস, আয়ুব হোসেন খান, আবুল বাশার, মাওলানা আলমগীর হোসাইন, কর্মপরিষদ সদস্য সাইফুল আবদার, মো. খিয়াম উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, সদর পৌরসভার আমীর জাকির হোসেন।,
এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, অধ্যক্ষ মাকসুদুর রহমান, ড. খান আব্দুস সোবহান সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি মিছিল শুরু হয়। মিছিলটি মোল্লার মাঠ থেকে শুরু হয়ে লোহাগড়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে লক্ষীপাশা চৌরাস্তায় এসে শেষ হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর