আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ চূড়ান্ত করতে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১০ টা ৪৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও অন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
সভার আলোচ্যসূচিতে যা রয়েছে-
ক)আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল উত্তর কার্যক্রমসমূহ।
(খ) গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা।
(গ) মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয় সংক্রান্ত বিষয়াদি।
(ঘ) রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত।
(৬) জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন পদ্ধতি পর্যালোচনা ও SOP নির্ধারণ।
(চ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে কেন্দ্র ব্যবস্থাপনা এবং ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত মক ভোট থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মাঠ পর্যায়ের সুপারিশের আলোকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।
(ছ) পার্সোনালাইজেশন সেন্টারের ০৯টি মেশিন বিদ্যমান অবস্থায় বিএমটিএফ হতে আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে হস্তান্তর/গ্রহণ কার্যক্রম সম্পন্নকরণ এবং বিএমটিএফ এর স্থগিতকৃত বকেয়া বিল পরিশোধ সংক্রান্ত।
(জ) সেপ্টেম্বর ২০১৯ হতে জুন ২০২২ পর্যন্ত চুক্তির অধীনে ২ কোটি ৩১ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বিল পরিশোধ করা হয়। তৎকালীন সময়ে অতিরিক্ত ১৪ লক্ষ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বিএমটিএফ কর্তৃক দাবিকৃত বকেয়া বিল পরিশোধ সংক্রান্ত।
(ঝ) ক্রয় প্যাকেজ এনসিএস-২৭ (স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও "বীর মুক্তিযোদ্ধা" খচিত লেখা মুদ্রণ) এর কার্যক্রম এবং চুক্তি সম্পন্নকরণের সিদ্ধান্ত; এবং বিবিধ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর