জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জবি শাখা ইসলামী ছাত্রশিবির। তারা চলতি মাসের ১৫ তারিখের মধ্যে বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করার আহবান জানায়। সংগঠনটির অভিযোগ—আবেদন শেষ হওয়ার দেড় মাস পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, যা নভেম্বরে প্রকাশের কথা ছিল।
জবি শিবির স্মারকলিপিতে জানায়, গত ১৭ মে যমুনার সামনে টানা তিন দিন অবস্থান কর্মসূচির পর অন্তর্বর্তীকালীন সরকার জবি শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা দেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৯ অক্টোবর আবেদন আহ্বান করে এবং ২৭ অক্টোবর আবেদন গ্রহণ শেষ হয়। তবে সময়মতো তালিকা প্রকাশ না করায় শিক্ষার্থীরা হতাশায় ভুগছেন বলে দাবি সংগঠনটির।
এছাড়াও তারা জানায়, আজ ৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে, যেখানে বিশেষ বৃত্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
তাদের স্পষ্ট দাবি —
১.১৫ ডিসেম্বরের মধ্যে বিশেষ বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ,
২.জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া।
“আজকের মিটিং থেকে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এর জবাব দেব।”
স্মারকলিপিতে আসন্ন জকসু নির্বাচন নিয়েও অসন্তোষ জানায় সংগঠনটি।
তাদের অভিযোগ—
মূল নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর থেকে নির্বাচন দুই ধাপে পিছিয়ে এখন ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের অজুহাত দেখানো হলেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার তারিখ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার বিপর্যস্ত হয়েছে।
তাদের দাবি, নির্বাচন কমিশনের বারবার সিদ্ধান্ত পরিবর্তন ছাত্রসমাজের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি
স্মারকলিপিতে আরও বলা হয়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দীর্ঘ আট বছরেও দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারেনি। যদিও কিছুদিন আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে কিছু কাজ শুরু হয়েছে, তবে পুরো প্রকল্প দ্রুত এগিয়ে নিতে দ্বিতীয় ধাপের কাজও সেনাবাহিনীর কাছে হস্তান্তর জরুরি বলে দাবি সংগঠনটির।
তারা ডিসেম্বর মাসের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক হস্তান্তর নিশ্চিত করার আহ্বান জানায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর