নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনইউবি)-এ ২০২৬ সালের স্প্রিং সেমিস্টার উপলক্ষে ভর্তি মেলার উদ্বোধন করেছে। এই মেলা চলবে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।
সোমবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।
মেলার সার্বিক সমন্বয় করেন মো. মাহমুদুল হাসান, ইনচার্জ, অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট।
উপাচার্য বলেন, ‘নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার অর্জনের মাধ্যমে সেই সক্ষমতা ইতোমধ্যে তুলে ধরেছে।’
ভর্তি মেলায় নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কলারশিপ, আকর্ষণীয় টিউশন অফার এবং ভর্তি-সংক্রান্ত গিফট হ্যাম্পার ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।
কুশল/সাএ
সর্বশেষ খবর