ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সেলিম। তিনি আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ এলডিপি বিএনপির নেতৃত্বাধীন ফ্যাসিবাদবিরোধী ১২ দলীয় জোটের অংশ ছিল। যোগদান অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটু নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় ১১১ সদস্যসহ সব নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন এবং এর মধ্য দিয়ে এলডিপি বিলুপ্ত হয়েছে।
যোগদান অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
শাহাদাত হোসেন সেলিম যোগদানের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুকরিয়া আদায় করেন। অন্যদিকে তমিজ উদ্দিন টিটু তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিদায় বাংলাদেশ এলডিপি, স্বাগতম বিএনপি’।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর