জাতীয় নির্বাচনের আগেই গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনে থাকা ইসলামী সমমনা ৮ দল দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনই গণভোট আয়োজন মেনে নিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে দলগুলোর লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান জোটের নেতারা।
সংবাদ সম্মেলনে ৮ দলের শরিক খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, গণভোটে‘হ্যাঁ’-এর জয় নিশ্চিত করতে ডিসেম্বর জুড়ে প্রচারণা চালাবে জোটের সব দল। তিনি আরও জানান, নির্বাচন ও গণভোট একই দিনে গ্রহণ করলেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার, এবং ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞা- এই দাবিগুলো আগের মতোই বহাল রয়েছে।
এর আগে সন্ধ্যায় পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আট দলের লিয়াজোঁ কমিটি সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। এছাড়া বৈঠকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর