আসন্ন হজ মৌসুমে মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ভেতরে ছবি তোলায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয়েছে—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়লেও সৌদি কর্তৃপক্ষ তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ কোনো সরকারি প্রতিষ্ঠান এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা ‘দ্য ইসলামিক ইনফরমেশন’ও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কয়েকটি অ্যাকাউন্ট দাবি করে যে, ভিড় নিয়ন্ত্রণে হজ মৌসুমে মোবাইল ফোন দিয়ে ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। তবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিংবা সরকারের কোনো সংস্থাই এ ধরনের ঘোষণা দেয়নি বা সমর্থন করেনি।
‘দ্য ইসলামিক ইনফরমেশন’ জানায়, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা কার্যকর হয়নি; প্রচলিত নিয়মই বহাল রয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, হজ ও রমজান মৌসুমে প্রায়ই এ ধরনের ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। তাই হাজিদের প্রতি অনুরোধ—সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য বিশ্বাস না করার জন্য।
কুশল/সাএ
সর্বশেষ খবর